আর্কাইভ থেকে এশিয়া

গঙ্গা বিলাসের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর মুকুটে আরও একটি পালক জুড়লেন। আর সেই সঙ্গে কার্যত বদলে দিলেন প্রমোদতরীর সংজ্ঞাটাই। সুইৎজারল্যান্ডের ৩২ জন পর্যটককে নিয়ে গঙ্গায় ভাসল দেশে তৈরি এই প্রমোদতরী।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) ভার্চুয়াল সভার মাধ্যমে উত্তরপ্রদেশের মন্দিরনগরী থেকে ‘গঙ্গা বিলাস’-এর উদ্বোধন করেন তিনি।

মোদী বলেন, ‘গঙ্গা বিলাস ভারতের পর্যটনকে নতুন যুগে পৌঁছে দিল। আগামী ৫১ দিনে ৩,২০০ কিলোমিটার জলপথ পাড়ি দেবে ‘গঙ্গা বিলাস’। বাংলাদেশ ঘুরে পৌঁছবে অসমের ডিব্রুগড়ে।’

প্রমোদতরীর এত দীর্ঘ যাত্রাপথ বিশ্বের আর কোথাও নেই। ‘গঙ্গা বিলাস’-এর যাত্রাপথে পড়বে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে মোট ২৭টি নদনদী এবং ৫০টি পর্যটনক্ষেত্র। বিশ্বের বৃহত্তম নদী-দ্বীপ মাজুলি, বৌদ্ধতীর্থ সারনাথ, সুন্দরবন ও কাজিরাঙা জাতীয় উদ্যানের মতো দর্শনীয় স্থান ছুঁয়ে যাবে এই তরী।

এ সম্পর্কিত আরও পড়ুন