ইপিএলে আজ মাঠে নামছে ম্যানেচস্টার ডার্বি ও লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লীগ ইপিএলে আজ মাঠে গড়াচ্ছে বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ। ম্যানেচস্টার ডার্বির পর মাঠে নামবে লিভারপুলর।
রেড ডেভিলসদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় আজ শনিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ম্যানেচস্টার ইউনাইটেড বিপক্ষে মাঠে নামবে গারদিওয়ালার শিষ্যরা।
১৭ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সিটি। অপরদিকে সমান ম্যাচ খেলে ৩৫ পয়েন্টে চার নম্বারে আছে হ্যারি মাগুইরির দল।
এছাড়াও আজ মাঠে নামছে ছন্দের পতন করে আবার ছন্দের খোজে ফেরা ক্লোপের অলরেডসরা। বাংলাদেশ সময় রাত ৯ টায় লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন।
একই সময় অনুষ্ঠিত হবে আরও তিনটি ম্যাচ। ওল্ভসের মুখোমুখি হবে ওয়েস্টহ্যাম, নটিংহ্যাম ফরেস্ট এর প্রতিপক্ষ লেস্টার সিটি এবং এভারটনের বিপক্ষে নামবে সাউদাম্পটন।