ব্যাটের পর বল হাতে দারুণ সাকিব, ১২ রানের জয়
কুমিল্লার বিপক্ষে ব্যাট হাতে সাকিব আল হাসানের ঝড়ো ইনিংসের পর বল হাতেও ৩ ওভারে ১১ রান দিয়ে নিলেন ১ উইকেট। অপ্রতিরোধ্য সাকিবে ১২ রানের জয় তুলে নিল ফরচুন বরিশাল।
বরিশালের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা কুমিল্লার শুরুটা মন্দ ছিল না। দুই ওপেনার লিটন দাস ও রিজওয়ান মিলে গড়েন ৪২ রানের জুটি।
১১ বলে ১৮ রান করা রিজওয়ানকে ফেরান কামরুল ইসলাম রাব্বির। ভালো শুরু পেয়েও দুর্ভাগ্যজনকভাবে ৩২ করে রান আউট লিটন। এরপর দল কিছুটা পিছিয়ে গেলে অধিনায়ক ইমরুল কায়েসের ১৫ বলে ২৮ রান লড়াইয়ে ফেরত আনে তার দলকে। কিন্তু লড়াই জমে উঠারে আগেই ইমরুলকে সাজঘরে ফেরান চতুরঙ্গ ডি সিলভা।
শেষদিকে খুশদিল শাহ এবং মোসাদ্দেক হোসেনের ৫৪ রানের জুটি দলকে আশা দেখালেও ১৬৫ রানে থামে কুমিল্লার ইনিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৭৭ রান সংগ্রহ করে বরিশাল। গতোদিনের মতো আজকেও ওপেন করা মেহেদী হাসান মিরাজ হতাশ করেন দর্শকদের। মাত্র ৬ রান করে ফিরে যান তিনি। চতুরঙ্গ ডি সিলভা ১২ বলে ২১ রান করে আউট হলে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলে সাকিবের দল।
দলের আরেক ওপেনার এনামুল হক বিজয় ২০ রান করে ফিরে গেলে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব। সাকিবের ঝড়ের সাথে সঙ্গ দিতে শুরু করেন ইব্রাহিম জাদরানও। ২০ বলে ২৭ রান করে ব্যর্থ হন জরদান।
এরপর ইফতিখার আহমেদ ৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ০ করে বিদায় হয়ে গেলেও থামেননি সাকিব। ৪৫ বলে ৮১ রানের ইনিংসে ৮টি বাউন্ডারির সঙ্গে ৪টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি।