আর্কাইভ থেকে আইন-বিচার

মানবতাবিরোধী অপরাধ : ৯ জনের বিরুদ্ধে রায় আজ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের খলিলুর রহমানসহ নয় আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজ (১১ ফেব্রুয়ারি) দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে, ২০২০ সালের ২৬ জানুয়ারি মামলাটি রায়ের অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল। তবে করোনার কারণে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর চলতি বছরের প্রথম রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।

এ মামলার মোট আসামি ছিলেন ১১ জন। ১১ আসামির বিরুদ্ধে এ মামলায় ২০১৮ সালের ৪মার্চ অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার (৬৮) ও নুরুল আমীন শাজাহান মারা যান। এছাড়াও পলাতক আছেন এএফএম ফায়জুল্লাহ, মো. আব্দুর রাজ্জাক মন্ডল, সিরাজুল ইসলাম ও মো. আলীম উদ্দিন খান।

২০১৭ সালের ২০শে ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আসামিদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন