আর্কাইভ থেকে ক্রিকেট

ঢাকার বিপক্ষে সহজ জয় চট্টগ্রামের

বাংলাদেশ প্রিমিয়াল লীগ বিপিলে দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক নাসির হোসেন। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকাকে দারুণ সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর রহমান ও উসমান ঘানি। উদ্বোধনীতেই দুজন মিলে তোলে ৬০ রান। দলীয় ৬০ রানে মাথায় ৩৩ বলে ২৮ রান করে আউট হন মিজানুর। এর কিছুক্ষণ পরেই  দলীয় ৭৯ রানে ৩৩ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরে যান উসমান ঘানি। এই দুই ওপেনার ফিরে যাওয়ার পর চাপে পড়ে ঢাকা। নাসির হোসের ৩০ ও আরিফুল হকের ২৯ রানের সুবাদে ১৫৮ রান তোলে ঢাকা।

 

জবাবে খেলতে নেমে দলীয় ১ রানে আল আমিন জুনিয়রের উইকেট হারায় চট্টগ্রাম। এরপর দলের হাল ধরেন আফিফ।  তার আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৫০। ব্যাট হাতে ৫২ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ে বড়সড় অবদান রাখনেন আফিফ হোসেন।

আরাফাত সানির বলে ২২ রান করে ফেরেন পাকিস্তানি ব্যাটার উসমান খান। তারপর তান্ডব শুরু করেন দারউইস রাসূলি। তার ৩৩ বলে ৫৬ রানের ইনিংসে ২ ওভার হাতে রেখে জয় পায় চট্টগ্রাম।

এ সম্পর্কিত আরও পড়ুন