এবার লকডাউনে সেনাবাহিনীও মাঠে থাকবে : স্বাস্থ্যমন্ত্রী
সোমবার থেকে আংশিক লকডাউন যেটা বলা হচ্ছে, বৃহস্পতিবার থেকে পূর্ণ লকডাউন। এ লকডাউনে পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে। যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয়। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার (২৭ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা জানি আমাদের (স্বাস্থ্য বিভাগের) কোনও লকডাউন নেই। আমাদের দরজা তো বন্ধ হবেই না, জানালাও খুলে দিতে হবে। যাতে ঊর্ধ্বমুখী সংক্রমণটা রোধ হয়, মৃত্যুর সংখ্যাও কমিয়ে আনতে পারি।
জাহিদ মালেক বলেন, যে যেখানে আছেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। স্যানিটাইজ করবেন এবং লকডাউনটা আপনারা মেনে চলবেন।
তিনি বলেন, যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি আমাদের মৃত্যুর সংখ্যা বাড়বে। আক্রান্তের সংখ্যা বাড়বে। হাসপাতালে চিকিৎসা দিতেও মুশকিল হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশে ৫ থেকে ৬ হাজার বেড অলরেডি করোনা রোগীতে ভর্তি হয়ে গেছে। কাজেই আমাদের সেই দিকেই খেয়াল রাখতে হবে।