আর্কাইভ থেকে বলিউড

অন্য ভাষায় অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই: মধুমিতা

২০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘দিলখুশ’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার এবং সোহম মজুমদার। ছবি মুক্তির আগে ভারতীয় পত্রিকা আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন মধুমিতা।

 

অন্য

আনন্দবাজারের কাছে মধুমিতা জানিয়েছেন, ২০২২ সালে যত পরিশ্রম করেছেন জানুয়ারি মাসেই তার ফলাফল পাচ্ছেন। তাছাড়া গত বছর যেমনভাবে পরিকল্পনা করেছেন ঠিক তেমনভাবেই কেটেছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের কাজ করেছেন। সব ধরনের কাজের জন্য প্রচুর সময় দিতে হচ্ছে।

নিজের লক্ষ্য পূরণে ঘড়ার নীচও নাকি ছুঁতে পারেননি এ অভিনেত্রী। ঠিক যতটা গতিতে এগোনো দরকার, ঠিক ততটা হচ্ছে না। শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও অন্য ভাষায়, অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান মধুমিতা।

ইতিমধ্যেই তেলেগু ছবির শুটিং করে ফেলেছেন মধুমিতা, সেখানে তার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে মধুমিতা বলেন, ওটা এক অন্য জগৎ। মার্শাল আর্টস শিখতে হয়েছে, ওজনও বাড়াতে হয়েছিল অনেকটাই। মার্শাল আর্টস শিখতে গিয়ে রক্তারক্তি হয়ে কালশিটেও পরেছে শরীরে।

 

অন্য

‘দিলখুশ’ মুক্তির পর হিন্দি ছবিতেও কাজ করবেন এ অভিনেত্রী। নিজেকে তিনি এমনভাবে তৈরি করতে চান যাতে সব জায়গা থেকে কাজের সুযোগ আসে তার।

এ সম্পর্কিত আরও পড়ুন