এবার কারগিল ও লাদাখের নেতাদের সঙ্গে বসছে মোদি সরকার
ভারতে জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে সর্বদলীয় বৈঠকের পর এবার কারগিল ও লাদাখের রাজনৈতিক নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসছে মোদি সরকার। আগামী বৃহস্পতিবার বৈঠকটি হবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিসান রেড্ডির নেতৃত্বে লাদাখ ও কারগিলের সাবেক সংসদ সদস্য ও সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই বৈঠক।
কয়েক দিন আগে ভারতের সংবিধান অনুযায়ী ওই অঞ্চলকে উপজাতি প্রধান এলাকা হিসেবে ঘোষণা করার আবেদন জানিয়েছিলেন লাদাখের নেতারা। এ ব্যাপারে ফলপ্রসু আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
লাদাখ নেতৃবৃন্দের দাবি, জাতি পরিচয়, জমির অধিকারের মতো বিষয় নিয়ে চিন্তিত লাদাখের মানুষ। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা ভেবে হলেও এখনই এ নিয়ে আলোচনা হওয়া দরকার বলে মনে করে তারা।
এর আগে গেল বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন ঘণ্টার বৈঠকে কাশ্মীরের ১৪টি দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এসএন