আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে বাঁশের তৈরী পণ্য সামগ্রী বিক্রির ধুম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাঁশের তৈরী মাছ ধরার পণ্য সামগ্রী বিক্রির ধুম পড়েছে হাট-বাজারগুলোতে। টানা বৃষ্টিতে ধরলাসহ বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে নতুন পানির আগমন হওয়ায় মাছ শিকারিরা দেদারছে কিনছেন মাছ ধরার এ সব চাঁই, টেঁপাই,ঝাঁপিসহ বাঁেশর তৈরী বিভিন্ন পণ্য সামগ্রী। চাহিদা বেড়ে যাওয়ায় এ সব ব্যবসায়িদের মূখে হাসি ফুটেছে।

সরেজমিনে উপজেলার বালারহাট, ফুলবাড়ী হাট, খরিবাড়ী হাট, নেওয়াশী হাট ,গংগাহাট, কাশিপুর হাট, বেড়াকুটিহাট ও চিলাখানা হাটগুলোতে ঘুরে দেখা গেছে, বাঁশে তৈরী মাছ ধরার এ সব পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। চাঁই ১০০ থেকে ১২০ টাকা, টেঁপাই ২০০ থেকে ৩০০ টাকা ,খলাই ৫০ থেকে ৮০ টাকা , পিটুয়া ১৫০ টাকা ও ঝাঁপি ১০০ থেকে ২০০ টাকা, কুলা ৫০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা।

বালারহাট বাজারে আসা ক্রেতা মনিন্দ্র নাথ মন্ডল ও বেলাল ইসলাম জানান, বর্ষাকাল শুরু হয়েছে। দোলা, ডোবায় ও ছড়াই মাছ শিকার করতে হবে। তারা ১২০ টাকা দিয়ে একটা চাঁই ও ২০০ টাকা দিয়ে একটা পেঁটাই কিনেছেন।

বাঁশ তৈরী মাছ ধরার পণ্য সামগ্রী বিক্রেতা আফতার আলী (৫৫) জানান, বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় এ তিন মাস তারা ব্যবসা করেন। জ্যৈষ্ঠ-আষাঢ়ের বৃষ্টিতে মাঠ-ঘাটে জমায় তাদেও বেচাকেনার ধুম পড়ে যায়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন