১০ কোটি ইউরোতে ‘ইউক্রেনের নেইমারকে’ পাচ্ছে চেলসি
শাখতার দোনেৎস্কের উইঙ্গার মাইখেলিও মুরদি। যাকে বলা হয় ‘ইউক্রেনের নেইমার’। খেলতে পারেন দুই পায়েই।
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে ৩ গোল করেছেন , করিয়েছেন আরও ২টি গোল। ছন্দ ধরে রেখেছেন ইউক্রেনের প্রিমিয়ার লিগেও। সাত গোলের পাশাপাশি গোলে সাহায্য করেছেন আরও ছয়টি।
ইউক্রেন জয় করা এই ফুটবলারের এবার ইপিএল জয় করার পালা। কারণ, ২২ বছর বয়সী এই উইঙ্গারকে ১০ কোটি ইউরো খরচায় দলে ভেড়াতে চায় চেলসি।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এরই মধ্যে চেলসি কোচ দলের ভবিষ্যৎ প্রকল্প নিয়ে মুদরিকের সঙ্গে কথাও সেরে ফেলেছেন। মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে মুদরিক এসেছেন লন্ডনে। স্টামফোর্ড ব্রিজে আগামী শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচও দেখার কথা এই ফুটবলারের। চেলসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেদিনই সম্পন্ন করার কথা তাঁর।