আর্কাইভ থেকে ক্রিকেট

রেকর্ড ব্যবধানে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত

 

শুবমান গিলের সেঞ্চুরি ও বিরাট কোহলির রেকর্ড গড়া অপরাজিত ১৬৬ রানে ভারত তুলেছিল ৫ উইকেটে ৩৯০ রান। সে রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা গুটিয়ে গেছে ৭৩ রানেই।

রানের হিসেবে বড় ব্যবধানে জয়ের রেকর্ড হয়ে গেল এ ম্যাচ। এর আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের, ২০০৮ সালে আয়ারল্যান্ডকে কিউয়িরা হারিয়েছিল ২৯০ রানে।

 

রোববার ভারতের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। গিলের সঙ্গে তিনি ৯৫ রানের ওপেনিং জুটি গড়েন রোহিত।  ৪৯ বলে তিন ছক্কা ও দুই চারে ৪২ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর বিরাট ও গিল  মিলে গড়েন ১৩১ রানের জুটি।

৯৭ বলে খেলেন ১১৬ রানের এক দারুণ ইনিংস খেলে বিদায় হন গিল। ১৪টি চারের সাথে ছক্কা তোলেন দুটি।

গিল আউট হলেও ব্যাট চালাতে থাকেন বিরাট কোহলি। ১১০ বলে ১৫০.৯১ স্ট্রাইক রেটে ১৩টি চারের শট ও আটটি ছক্কার সাহায্যে খেলেন ১৬৬ রানের ইনিংস। দলীয় রান পৌছায় ৩৯০।

জবাবে খেলতে নেমে মোহাম্মদ সিরাজের তোপে ২২ ওভারে মাত্র ৭৩ রান তুলে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ওপেনার নুয়ান্দু ফার্নান্দো করেন সর্বোচ্চ ১৯ রান। অধিনায়ক দাশুন শানাকা ১১ এবং পেসার কাসুন রাজিথা করেন ১৩ রান করেন। আর কেউ দশ রানের ঘরে ঢুকতে পারেননি। ভারতীয় পেসার সিরাজ ৩২ রানে চার উইকেট তুলে নেন। এছাড়াও কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি নেন দুটি করে উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন