গাইবান্ধায় তিনদিন ধরে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা
গাইবান্ধার পলাশবাড়িতে তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন আবু সুফিয়ান নামে এক ব্যাংক কর্মকর্তা।
রোববার (২৭ জুন) এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, তাকে অপহরণ করা হতে পারে।
স্বজনরা জানান, গত ২৪ জুন সন্ধ্যায়, নিজের বিয়ের কেনাকাটা করতে পাশের গোবিন্দগঞ্জ উপজেলায় যান তিনি। সর্বশেষ ওই দিন সন্ধ্যায় তার ভাগিনার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে কোন খোঁজ নেই।
এ ঘটনায় পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার খোঁজ না পেয়ে উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যরা।
এদিকে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম আশ্বাস দিয়ে জানিয়েছেন, ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে।