ছাত্রদল নেতা ওয়াকিউর গ্রেপ্তার
কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেদোয়ান রহমান ওয়াকিউরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেলো রোববার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রেদোয়ান রহমান ওয়াকিউর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। আজ সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ রেদোয়ান রহমান বলেন, তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে মামলা রয়েছে। আজ সোমবার তাকে আদালতে তোলা হবে।