আর্কাইভ থেকে বাংলাদেশ

রামেকের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু

প্রাণঘাতি করোনা সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৪ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৮ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

এদের মধ্যে সাতজন করোনায় এবং সাতজন উপসর্গে মারা গেছেন| করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গেলো ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৪ জন মারা গেছেন। এদের মধ্যে  চারজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)।

৪০৫ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৪২ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৭ জন।

করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯২ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯৪ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৫৬ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন। এই এক দিনে হাসাপাতাল ছেড়েছেন ৪৭ জন।

রোববার (২৭ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৪২ ও রামেক ল্যাবে ১০৭ জনের নুমানায় করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার অনুপাতে এ দিন রাজশাহীতে ২৭ দশমিক ৮৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া চাঁপাইবাবগঞ্জে করোনা শনাক্ত হয়েছে ১৮ দশমিক ১৮ শতাংশ নমুনায়।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন