কৃষক হত্যায় এক ভাইয়ের মৃত্যুদণ্ড, অন্য দুই ভাইসহ ৬ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জে কৃষক আমিরুল হক হত্যা মামলায় এক ভাইয়ের মৃত্যুদণ্ড ও বাকি দুই ভাইসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মো. আবু সাঈদ ইমাম।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একমাত্র যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফুকন মিয়া পলাতক ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডরা দেওয়া হয়েছে, নিহতের ভাই কুদ্দুস মিয়া (৫২) মৃত্যুদণ্ড আর বড় ভাই আবুল কালাম (৬২) ও আরেক ভাই ধনু মিয়াকে (৫৭)। এছাড়াও ধনু মিয়ার ছেলে ফুকন মিয়া (৩২), মুকুল মিয়া (৫৫) ও তার ছেলে নিকুল মিয়াকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, ২০১৬ সালে ১ মার্চ কিশোরগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম খান সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন আহসান হাবীব সজীব।