স্বল্প পূঁজি রংপুরের
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে খুলনার বিপক্ষে স্বল্প রানের পূঁজি করেছে রংপুর। টচে জিতে বল করার সিদ্ধান্ত নেয় খুলনা। বোলারদের নিয়ন্ত্রিত বলে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রাহ করছে রংপুর। চোটের কারণে আজ দলে ছিলেন না অধিনায়ক নুরুল হাসান সোহান। তার পরিবর্তে অধিনায়ক ছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টচে হেরে ব্যাটিং এ নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার রনি তালুকদার। দলীয়২২ রানের মাথায় ১৩ করে ফিরে যান নাইম।
এরপর পারভেজ ইমোনকে সাথে নিয়ে এগিয়ে যেতে থাকে মেহেদী হাসান। দলীয় ৫১ রানের মাথায় পারভেজ আউট হয়ে যাবার পর মেহেদীকে সঙ্গ দিতে ব্যর্থ হন আজকের অধিনায়ক শোয়েব মালিক ও শামীম হোসেন।
২ টি করে চার ও ছক্কায় ব্যক্তিগত ৩৮ রান করে মেহেদী হাসান আউট হয়ে গেলে বাকি সব ব্যাটার ছিলেন আশা যাওয়ার মধ্যে।
শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ২০ ওভার শেষে রান দাঁড়ায় ১২৯।