আর্কাইভ থেকে বাংলাদেশ

এবার লকডাউনে মুভমেন্ট পাস থাকবে না : মন্ত্রিপরিষদ সচিব

আগামী বৃহস্পতিবার্ ( ১ জুলাই)  সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন (বিধিনিষেধ) দিতে যাচ্ছে সরকার। এ সময়ে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও। জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (২৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, লকডাউনে মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

তিনি বলেন, লকডাউনে শিল্প কারখানা ও গার্মেন্টস চালুর বিষয়ে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, লকডাউন, শাটডাউন এসব কিছু না, কড়া বিধিনিষেধ পালন করা হবে। একবারে জরুরি সেবা ছাড়া কেউ ঘর হতে বের পারবে না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস-আদালত সব বন্ধ থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন