আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে চলছে লকডাউন, মৃত্যু ৭

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সারাদেশের ন্যায় বরিশালেও সীমিত পরিসরে লকডাউন চলছে।

আজ সকাল থেকে বরিশালের সকল রুটে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সবধরনের পরিবহন বন্ধ রয়েছে। তবে বরিশালের অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল করেছে। সীমিত লকডাউনের প্রথম দিনে নানা দুর্ভোগ আর অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে অফিসগামী মানুষদের।

এছাড়াও খাবার ,ঔষধের দোকান ছাড়া শপিংমল, মার্কেটসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে ৭২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলায় সর্বমোট আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬৪১ জন। একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার ওয়ার্ডে ১ জন ও আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫ জনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে করোনার ওয়ার্ড ও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ১১৮ জন। বরিশালে করোনায় মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন