আর্কাইভ থেকে জাতীয়

লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ-বিজিবি-সেনাবাহিনী

কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। তিনি জানান, লকডাউনে জরুরি সেবায় নিয়োজিতরা ছাড়া কেউ বের হতে পারবে না। এছাড়া চলাচলে থাকছে না মুভমেন্ট পাস। 

আগামী ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে । এ সময় সারা দেশে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ২৮ থেকে ৩০ জুন (সোম থেকে বুধবার) পর্যন্ত লকডাউন চলবে সীমিত আকারে।

পোশাক কারখানার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামীকাল মঙ্গলবার।

এর আগে গত ২৫ জুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন