জুনে ঢাকায় আসবেন মেসিরা!
৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। মেসিদের এমন জয়ে বাংলাদেশের ফুটবল দর্শকদের উল্লাসের কমতি ছিল না। এবার সেই উল্লাসকে আরও বাড়িয়ে দিচ্ছে বাফুফে।
জুনে বাংলাদেশে আসতে যাচ্ছে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
সালাউদ্দিন বলেছেন, মেসিদের ঢাকায় আনতে দুই ফেডারেশনের আলোচনা এখন পর্যন্ত সফল। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। টার্মস এন্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।
আরও পড়ুনঃ ম্যারাডোনা নয়, মেসিই সর্বকালের সেরা!
তবে প্রতিপক্ষ কারা হবে সেটা এখনো ঠিক হয়নি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের কোচ লিওনেল স্কালোনির পরামর্শে কয়েকটি দলের নাম জানাবে। সেখান থেকে একটি দল বাছাই করা হবে।
কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের এই অবস্থায় কিভাবে খেলা হবে। এই বিষয়ে বাফুফে সভাপতি বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয় জরুরিভিত্তিতে সব করতে বলা হয়েছে। তারা রাজি হয়েছে।
আরও পড়ুনঃ ফ্রান্সে নেইমারের কড়া সমালোচনা
এর আগেও ২০১১ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন ফুটবল জাদুকর মেসির দল। সেবার নাইজেরিয়ার বিরুদ্ধে খেলেছিল আলবিসেলেস্তারা।
আরও পড়ুনঃ ১ কোটি ৬০ লাখ পাউন্ডে ব্রাজিলিয়ানকে দলে নিল নটিংহ্যাম