আর্কাইভ থেকে ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়ের পর ম্যাশদের সংগ্রহ ১৩৩

বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় কুমিল্লার মুখোমুখি হয়েছিল সিলেট। মাত্র ৫৩ রানে ৭ উইকেট হারানোর পর থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিমের হাত ধরে ১৩৩ রান তোলে ম্যাশ বাহিনী।

 

আরও পড়ুনঃ জুনে ঢাকায় আসবেন মেসিরা!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টচে হেরে ব্যাট করতে নেমে একের পর এক ব্যাটার থাকেন যাওয়া আসার মধ্যে। মাত্র ৪৯ রানে ৬ ব্যাটারকে হারিয়ে ব্যাট হাতে মাঠে আসেন কাপ্তান মাশরাফি। কিন্তু ব্যাট হাতে তিনি ছিলেন আজ একেবারেই মলিন। ৫ বল খেলে খালি হাতে ফিরে যান ম্যাশ।

৭ উইকেট হারিয়ে সিলেটের শঙ্কা যখন ১০০ ছুঁতে পারবে কি না তখনি দলের হাল ধরেন লঙ্কান ব্যাটার থিসারা পেরেরা ও পাকিস্তানি ইমাদ ওয়াসিম। থিসারার ৩১ বলে ৪৩ ও ইমাদের ৩৩ বলে ৪০ রানের সুবাদে ১৩৩ রানে পৌঁছায় সিলেট।

আরও পড়ুনঃ  ফ্রান্সে নেইমারের কড়া সমালোচনা

 

আরও পড়ুনঃ ১ কোটি ৬০ লাখ পাউন্ডে ব্রাজিলিয়ানকে দলে নিল নটিংহ্যাম

এ সম্পর্কিত আরও পড়ুন