বিশ্বকাপের কষ্ট পরিবারের সদস্য হারানোর থেকেও বেশি: রিচার্লিসন
গেল বছর অনুষ্ঠিত ফিফা কাতার বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে খেলতে গিয়েছিল ব্রাজিল। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে পরে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে যে কষ্ট পেয়েছে সেটা পরিবারের সদস্য হারানোর থেকেও বেশি কষ্টের এমন মন্তব্য করেছেন ফরোয়ার্ড রিচার্লিসন। ইএসপিএনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি।
টটেনহ্যামের হয়ে খেলা এই ফুটবলার বলেন, "এটি একটি বড় কষ্টের বিষয় ছিল। আমি মনে করি এটি আমার পরিবারের একজন সদস্যকে হারানোর চেয়েও বেশি কষ্টের ছিল। এই পরাজয় ভুলে যাওয়া অনেক কষ্টের। আজ অবধি, যখন আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখি, এটি আমাকে দুঃখ দেয়।"
আরও পড়ুনঃ জুনে ঢাকায় আসবেন মেসিরা!
বিশ্বকাপে অবশ্য দারুণ সূচনা করেছিল ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিন গোল করে আসরে দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। গ্রুপ পর্বের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল।
ওই ম্যাচেই দুর্দান্ত এক বাইসাইকেল শটে দ্বিতীয় গোলটি করেছিলেন রিশার্লিসন। গোলটি পরে টুর্নামেন্টের সেরা গোলের পুরস্কার জিতে নেয়। ২০২২ সালের পুসকাস পুরস্কারের জন্যও মনোনীত হয়েছে রিশার্লিসনের করা গোল।
আরও পড়ুনঃ ১ কোটি ৬০ লাখ পাউন্ডে ব্রাজিলিয়ানকে দলে নিল নটিংহ্যাম
কিন্তু সাবেক এভারটেন এই ফুটবলার বলেন গোল করা তার একমাত্র উদ্দেশ্য ছিল না। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়াই ছিল উদ্দেশ্য।
তিনি বলেন, "আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। আমি একটি সুন্দর গোল করেছি, কিন্তু আমি বিশ্বাস করি যে এই গোলটি, আমার একমাত্র উদ্দেশ্য ছিল না। আমরা সেখানে চ্যাম্পিয়ন হতে গিয়েছিলাম"।
রিচার্লিসন আরও বলেন তিনি তার এখনো বয়স কম। হাতে আরও সুযোগ আসবে। তাকে কঠোর পরিশ্রম করতে হবে লক্ষ্যে পৌঁছানোর জন্য।
রিচা বলেন, "আমাদের এগিয়ে যেতে হবে। আমি এখনও তরুণ। আমি আমার ক্লাবে কঠোর পরিশ্রম করতে থাকব।"
আরও পড়ুনঃ ফ্রান্সে নেইমারের কড়া সমালোচনা