মিরসরাইয়ে চার পা নিয়ে জন্ম নিলো শিশু!
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার এক হাসপাতালে চারটি পাসহ এক কন্যা শিশুর জন্ম হয়েছে। ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হাতির খেদা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী নাছরিন আক্তার (১৮) এ শিশুর জন্ম দেন।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে শিশুটির জন্ম হয়।
নবজাতকের বাবা সাইদুল ইসলাম জানান, ২০২০ সালে তাদের বিয়ের পর প্রথম ছেলের জন্ম হয়। কিন্তু সে ডেলিভারির সময় মারা যায়। আজ ভোরে তাদের কন্যা সন্তানের জন্ম হলো। এতে সবার মুখে হাসি ফুটলেও স্বজনরা দুশ্চিন্তায় আছেন।
ওই হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ মারিয়া কিবতিয়া জানান, সোমবার রাত ২টার দিকে নাছরিন আক্তার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার ভোর ৫টার সময় চার পা বিশিষ্ট কন্যা শিশুর স্বাভাবিক প্রসব হয়।