আর্কাইভ থেকে দেশজুড়ে

মিরসরাইয়ে চার পা নিয়ে এক শিশুর জন্ম

চট্টগ্রামের মিরসরাইতে চার পা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে মিরসরাইয়ের বারৈয়ারহাটে সেফা ইনসান হাসপাতালে শিশুটির জন্ম হয়। এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এস এ ফারুক।

কন্যাশিশুটির বাবা সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তার সন্তানের অতিরিক্ত পা দুটি স্বাভাবিকের তুলনায় ছোট। তবে আর কোনো শারীরিক অস্বাভাবিকতা নেই।

সাইদুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালক হিসেবে কাজ করেন।

সেফা ইনসান হাসপাতালের চিকিৎসকরা নবজাতককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিলেও আর্থিক দুর্বলতার কারণে সাইদুল তার সন্তানকে সেখানে নিতে পারেননি বলে জানান।

এর আগেও সাইদুলের একটি সন্তান ছিল। তবে সে জন্মের পরপরই মারা যায়।

নবজাতক সম্পর্কে হাসপাতালের চিকিৎসক এসএ ফারুক বলেন, দুটি পা বেশি হলেও শিশুটি সুস্থ আছে। আমরা অভিভাবককে পরামর্শ দিয়েছি তাকে উন্নত চিকিৎসার করানোর জন্য। এরকম বাঁকা পায়ের শিশুকে 'মুগুর পা' বলে। দেশে এটার চিকিৎসা আছে এবং রোগী পুরোপুরি ভালো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন