আর্কাইভ থেকে জাতীয়

বিএনপি ক্ষমতায় আসলেই পোলিও দেখা দেয়: প্রধানমন্ত্রী

ইতোমধ্যে বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে। ১৯৯৬ সালে আমরা দেশকে পোলিও মুক্ত করেছিলাম। তারপর বিএনপি ক্ষমতায় আসার পর আবারও দেশে পোলিও দেখা দেয়। পরবর্তীতে আমরা যখন আবার ক্ষমতায় আসি তখন আবারও দেশকে পোলিও মুক্ত করি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৪ বিভাগের ১৫ জেলায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিতে আমরা বিনা পয়সায় দেশের মানুষকে করোনা ভ্যাকসিন দিয়েছি।

শেখ হাসিনা বলেন,আই ভিশন সেন্টারগুলো আমরা উদ্বোধন করছি, তবে অন্যান্য সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের এই উদ্যোগের ফলে এখন অনেক অন্ধ মানুষের চেখের আলো ফিরে এসেছে।

তিনি আরও বলেন, আমরা এর আগে ৭০টি, এখন ৪৫টি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেছি। লোকজন যেন সহজে হাসপাতালে আসতে পারেন সেজন্য রাস্তাঘাটের উন্নয়ন করে দিয়েছি।

সরকারপ্রধান বলেন, একটা সময় দেশের মানুষ বিভিন্ন রোগের যথাযথ চিকিৎসা পেত না, এখন পাচ্ছে। আমরা চাই হাসপাতালগুলোতে রোগীর সেবা আরও যেন বৃদ্ধি পায়। এক্ষেত্রে সবাইকে সহায়তা করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন