১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট
বৈশ্বিক অর্থনীতির ধীরগতির মধ্যে বড় পরিসরে ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।
যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টটি আগামী কয়েক দিনের মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত উল্লেখযোগ্য কর্মী ছাঁটাই করতে পারে বলে জানতে পেরেছে স্কাই নিউজ।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, বিভিন্ন দেশে ২ লাখ ২০ হাজারের বেশি কর্মী রয়েছে মাইক্রোসফটের। এর মধ্যে ৫ শতাংশ বা প্রায় ১১ হাজার জনকে ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
ছাঁটাইয়ের সম্ভাব্য তালিকায় থাকা কর্মীর ওই সংখ্যার বিষয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হতে পারেনি স্কাই নিউজ, তবে একজন বিশ্লেষক বলেছেন, ছাঁটাইকৃত কর্মীর সংখ্যা এর চেয়ে বেশি না হলে বিস্মিত হবেন যুক্তরাষ্ট্রের অর্থবাজার সংশ্লিষ্টরা।
মাইক্রোসফটের বর্তমান বাজারমূল্য ১ লাখ ৭৮ হাজার কোটি ডলার। আগামী সপ্তাহে কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশের কথা রয়েছে।
পরিকল্পনা চূড়ান্ত হলে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে ২৪ জানুয়ারির আগেই। ওই দিন বিনিয়োগকারীদের কোম্পানির আর্থিক অবস্থার বিষয়ে জানাবেন মাইক্রোসফটের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সত্য নাদেলা।