হেলে পড়েছে চট্টগ্রামে একটি বহুতল ভবন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশনের পাশে একটি চারতলা ভবন ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়েছে। তবে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঘটনাটি জানাজানি হলে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গেছে। ভবনটি ঠিক কখন হেলে পড়েছে সে ব্যাপারে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।