আর্কাইভ থেকে এশিয়া

কারাদণ্ড পেলো স্ত্রীর শিরচ্ছেদ করা ব্যক্তি

স্ত্রীর শিরচ্ছেদ করা ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহভাজ প্রদেশে ২০২২ সালে স্বামী সাজ্জাদ হায়দারি তার ১৭ বছর বয়সী স্ত্রী মোনার মাথা কেটে সেটি হাতে নিয়ে রাস্তায় বের হন। এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।

আদালতের মুখপাত্র মাসুদ সিতৌশি বলেন, আদালত বুধবার (১৮ জানুয়ারি) হত্যার জন্য সাজ্জাদ হায়দারিকে সাড়ে সাত বছর এবং নির্যাতনের জন্য আট মাসের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া হত্যায় সহযোগিতার জন্য এ মামলায় সাজ্জাদ হায়দারির ভাইকে ৪৫ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মাসুদ সিতৌশি আর বলেন, ওই ঘটনায় মোনার পরিবার প্রতিশোধ না চেয়ে সাজ্জাদ হায়দারিকে ‘ক্ষমা’ করে দেয়ায় এ সাজা হয়েছে। সাজ্জাদের সঙ্গে ১২ বছর বয়সে মোনার বিয়ে হয়। ১৪ বছর বয়সে তিনি প্রথম ছেলে সন্তানের মা হন।

স্থানীয় গণমাধ্যমের খবরের বরাতে বিবিসি জানায়, স্বামীর সাজ্জাদের হাতে নির্যাতনের শিকার হয়ে তালাক চান মোনা। তাতে অস্বীকার জানালে একপর্যায়ে তুরস্কে পালিয়ে যান মোনা। গত বছরের ফেব্রুয়ারিতে হত্যার শিকার হওয়ার কিছুদিন আগেই তিনি ইরান ফিরে আসেন, কারণ পরিবার তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছিল।

২০২০ সালে প্রেমিকের সঙ্গে ঘর থেকে পালিয়ে যাওয়ার কারণে রোমিনা আশরাফি নামে ১৪ বছর বয়সী এক কিশোরির শিরচ্ছেদ করেছিলেন তার বাবা।

এ সম্পর্কিত আরও পড়ুন