আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে ঝড়ে শিশুসহ আহত ৩, ঘরবাড়ী লন্ডভন্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আকষ্মিক টর্নেডো ঝড়ে একটি ১০টি পরিবারের বসতঘর, মুরগীর খামার, সেচ পাম্পের ঘরসহ মোট ১৪ টি টিনসেড ও ১টি পাকাঘর বিধ্বস্ত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ আকর্ষ্মিক ঝড় আঘাত হানে।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের কিছুক্ষন পর হালকা বৃষ্টির সাথে হঠাৎ দমকা বাতাস শুরু হয়। লোকজন কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে বাতাস ঝড়ের রূপ ধারণ করে টিনের বসতঘর ও দুইটি টিনের মুরগীর খামার ঘর, ঘরের আসবাব বিছানাপত্র উড়িয়ে নিয়ে যায়। প্রাণভয়ে ছুটাছুটি করতে গিয়ে টিন ও বাঁশের কাঠের আঘাতে জাহেদা বেগম (৩৩) নামে এক গৃহবধূ, তার মেয়ে অনামিকা (৮) ও ছেলে জাহিদ (৪) আহত হন।

বড়ভিটা ইউপি চেয়ারম্যান মো.খয়বর আলী জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝড়ে  ৮ টি পরিবারটির প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তালিকা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন