আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল
একদিন বিরতির পর আজ (১৯ জানুয়ারি) আবারো শুরু হয়েছে বিপিএল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে লড়ছে ঢাকা ডমিনেটর্স। ৫ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট তালিকায় চারে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজকের ম্যাচে জয় নিয়ে এগিয়ে যেতে চায় কুমিল্লা।
অন্যদিকে ৪ ম্যাচে মাত্র ১টিতে জয়ী হয়েছে নাসির হোসেনের ঢাকা। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তার দলের। দুপুর দেড়টায় ম্যাচ শুরু হয়েছে। একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৬টায়, পয়েন্ট তালিকায় ২-এ থাকা ফরচুন বরিশাল খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে ।