আর্কাইভ থেকে দেশজুড়ে

শ্বশুর বাড়ি থেকে আম-কাঁঠাল কম দেয়ায় গৃহবধূকে নির্যাতন

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া এলাকায় বাবার বাড়ি থেকে আম-কাঁঠাল কম দেয়ায় ফারজানা নামে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন ফারজানার অভিযোগ, তার স্বামী নেশাগ্রস্ত। ইতোপূর্বে ৪ লাখ টাকা যৌতুক নিয়েছে। এছাড়া তুচ্ছ কারণে মারধরও করেছে তাকে।

গেল রোববার (২৭ জুন) রাতে এয়াকুবের শ্বশুর বাড়ি থেকে আম-কাঁঠাল পাঠানো হলেও পরিমাণে কম দেয়ায় স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী এয়াকুব। ইট দিয়ে ফারজানার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাতকুচিয়া এলাকার আবুল কাশেম ভেন্ডারের ছেলে এয়াকুবের (৩৫) সঙ্গে উত্তর চন্দনা গ্রামের ফারজানা আক্তার সুমির বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকসানা সুরাইয়া জানান, ফারজানার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

পরশুরাম থানার ওসি খালেক হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ নির্যাতিত গৃহবধূর স্বামী এয়াকুব ও শ্বশুর আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন