আর্কাইভ থেকে ফুটবল

ফসলের ক্ষেতে মেসিকে আঁকলেন কৃষক

যার হাত ধরে এসেছে ৩৬ বছরের অপেক্ষার শিরোপা তার প্রতি ভালোবাসার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন এক কৃষক। ১২৪ একরের ভুট্টা ক্ষেতে বিশেষ কায়দায় বীজ বুনেছেন কৃষক ম্যাক্সিমিলিয়ানো স্পিনাজ্জি আঁকলেন মেসির ছবি।

আর্জেন্টিনার সেন্ট্রাল কর্দোভা প্রদেশের লস কন্দোরেস মাঠটি অ্যালগরিদম ব্যবহার করে বপন করা হয়েছে বীজ। তাতে ভুট্টা ফলে উঠলে মেসির দাঁড়িভর্তি ছবিটি বিশাল আকৃতি পায়, ড্রোন ক্যামেরায় মেসির পরিষ্কার মুখ ফুটে উঠেছে।

ফসলের ক্ষেতে মেসির মুখ ফুটিয়ে তুলতে সেই কৃষককে রীতিমতো একটা অঙ্ক কষে তার উত্তর বের করেছেন। অর্থাৎ কোথায় কতটুকু বীজ ছড়াতে হবে, কোন বীজ কীভাবে ছড়ালে ঠিকঠাক চেহারা ফুটবে তার হিসাব কষতে হয়েছে তাকে।

বিষয়টি নিয়ে স্পিনাজ্জি বলেছেন, ‘মেসিরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। শস্য ক্ষেতে মেসির মুখ ফুটিয়ে তুলতে পেরে আমি আনন্দিত।’

 

আরও পড়ুনঃ আবারও ইতালীয় সুপার কাপের শিরোপা মার্টিনেজদের হাতে

এ সম্পর্কিত আরও পড়ুন