রেললাইনে মিললো নবজাতকের মরদেহ
চাঁপাইনবাবগঞ্জে রেললাইনে পড়ে আছে কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় এ নবজাতকটিকে রেললাইনে কেউ ফেলে গেছে।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপু্র টেন্ডার এলাকায় এ মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রাহেলা বেগম বলেন, ‘মানুষ একটি সন্তানের জন্য কতই না কষ্ট করে। যাদের কোনো সন্তান নেই তারা জানে সন্তান না থাকার যন্ত্রণা। কিন্তু একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। রেললাইনে ফেলে যাবে এমন মা-বাবা আমার মনে হয় নেই। নবজাতকটির আকার-আকৃতি দেখে মনে রাতেই নরমাল ডেলিভারি হয়েছে। এটি অবৈধ সন্তান হতে পারে। আমি ঘটনাস্থলে আছি। এখনো পুলিশ আসেনি।’
রহনপুর রেলওয়ে পুলিশের এএসআই কাওসার আলী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করবে।’