প্রধানমন্ত্রীর রূপগঞ্জ সফর উপলক্ষে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত
আগামী ২৬ জানুয়ারী বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ এর নির্মান কাজের শুভ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও সুধী সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এর নির্দেশনায় বৃহস্পতিবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পৃথকভাবে এ পথসভা ও গণসংযোগ করেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন, ওমর ফারুক ভুঁইয়া, মানিক আহম্মেদ, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়,কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল,কায়েতপাড়া ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি শারমিন আক্তারসহ আরও অনেকে।