পুলিশের চরিত্রে পূর্ণিমা
‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ শুরু করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি । সম্প্রতি রাজধানীর পুরান ঢাকায় সিরিজটির শুটিং শুরু হয়েছে। যা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। ছয় পর্বের নির্মিতব্য সিরিজটিতে অভিনয় করছেন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।
প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন তরুণ পরিচালক অমি। এতে দর্শকদের বিনোদন দেয়া ছাড়াও ব্যতিক্রম গল্প দেখানো হবে বলে জানিয়েছিলেন তিনি।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টায় ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেত্রী পূর্ণিমা শুটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন সোশ্যালে। এতে পুলিশের দৃশ্যে দেখা গেছে তাকে।
ছবিটি পোস্ট হতেই লুফে নিয়েছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে সবাই প্রশংসা করছেন প্রিয় তারকার।
পূর্ণিমা বলেন, প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছি। সব দেখে-শুনেই যুক্ত হয়েছি। এতে নির্মাতা যে গল্প তুলে ধরতে চাইছেন, আমার মনে হয়েছে এটি অন্যসব গল্পের থেকে ব্যতিক্রম। আমার চরিত্রটিও আলাদা। আশা করছি সিরিজে আমার চরিত্র ভালো লাগবে সবার।