চট্টগ্রামকে হারিয়ে তামিমদের জয়
চট্টগ্রামের বিপক্ষে শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর মাহমুদুল হাসান জয়ের ৫৯ এবং তামিম ইকবালের ৪৪ রানে ভর করে ৪ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে খুলনা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার মুনিম শাহরিয়ারকে হারিয়ে চাপে পড়ে খুলনা দল। এরপর জয় এবং তামিম মিলে এগিয়ে যেতে থাকে দল। ১০৪ রানের জুটির পর তামিম ফিরে যান ৪৪ রান করে। তখনো চলছে জয়ের ব্যাট। ৫৯ রান করে বিদায় নেন খুলনার তরুণ এই ব্যাটার। এরপর শেষ সময়ে এসে ঝর তোলেন অধিনায়ক ইয়াসির রাব্বি। সঙ্গে ছিলেন পাকিস্তানি ব্যাটার আজম খান।
৪ ছক্কা এবং ২ চারে রাব্বি অপরাজিত থাকেন ৩৬ রান করে, অন্যদিকে আজম অপরাজিত থাকেন ১৫ রান করে।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম সংগ্রহ করেছিল ১৫৭ রান। ওপেনার উসমান খানের ৪৫ এবং আফিফ হেসেনের ৩৫ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় চট্টগ্রাম। খুলনার হয়ে এদিন সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেছেন ওয়াহাব রিয়াজ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ব্যক্তিগত ৬ রানের মাথায় ফিরে যান ওপেনার ম্যাক্স ওডাউড। এরপর আফিফকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকে উসমান। তবে এই দুই ব্যাটারের ৭০ রানের জুটি ভাঙেন আমাদ বাট। উসমানকে ৪৫ রানে ফিরিয়ে দেন বাট।
এরপর ব্যক্তিগত ৩৫ রান করে বিদায় নেন আফিফ। আফগান ব্যাটার দরবেশ রাসুলি ২৫ রান বিদায় নেন।
তবে শেষ দিকে ফরহাদ রেজার ৯ বলে ২১ রানে ভর করে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৭ রান। ওয়াহাব রিয়াজ ৪ টি ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ২ টি উইকেট।