আর্কাইভ থেকে ফুটবল

পিছিয়ে পড়ে নাটকীয় জয় রিয়াল মাদ্রিদের

কোপা দেল রে’র রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এরপর শেষ মুহূর্তের নাটকীয় গোলে ৩-২ গোলের দুর্দান্ত জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ভিনিসিয়াস, মিলিতাও ও সেবায়োসের গোলে আসরের শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

গতকাল রাতে ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও দে লা সেরামিকায় ম্যাচের শুরু থেকেই মাদ্রিদের উপর আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। ম্যাচের মাত্র ৪ মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে নেন স্ট্রাইকার এতিনে ক্যাপুর।

ম্যাচের ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল চ্যাকুয়েজে। ফলে, ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভিয়ারিয়াল।

 

আরও পড়ুনঃ তপ্ত মরুতে উত্তাপ ছড়ালো নক্ষত্ররা!

তবে, বিরতি থেকে ফিরেই ভয়ংকর হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। ৫৭ মিনিটে ভিনিসিয়াসের গোলে ব্যবধান কমায় মাদ্রিদ। ঠিক এর ১২ মিনিটের মধ্যেই সমতায় ফেরে লস ব্ল্যাঙ্কসরা। গোলরক্ষকের সামনেই ফাঁকা বল পেয়ে মাদ্রিদ ডিফেন্ডার মিলিতাও সমতায় ফেরান দলকে।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো ঠিক তখনি ৮৬তম মিনিটে দানি সেবাইয়োসের রোমাঞ্চকর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে কোপা দেল রে’র শেষ আটে পা রাখে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

আরও পড়ুনঃ চট্টগ্রামকে হারিয়ে তামিমদের জয়

এ সম্পর্কিত আরও পড়ুন