আর্কাইভ থেকে ক্রিকেট

ইফতেকার- মাহমুদউল্লাহ হাত ধরে বড় সংগ্রহে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় ঢাকার বিপক্ষে ইফতেকার- মাহমুদউল্লাহর হাত ধরে বড় সংগ্রহ করেছে বরিশাল। টচ হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট সাকিবদের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান।

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বরিশালের। ৪৪ রানের মাথায় হারিয়ে ফেলে ৩ উইকেট। ৮৯ রানের মাথায় ১৭ বলে ৩০ রান করে আউট হন অধিনায়ক সাকিব আল হাসান।

এর পর মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ব্যাট চালাতে থাকেন গতোদিন সেঞ্চুরি করা ইফতেকার আহমেদ। ২ টি ছয় ও ৫ টি চারের সাহায্যে ৩৪ বলে ৫৬ করে অপরাজিত থাকেন ইফতেকার। ৩১ বলে ৩৫ করে রিয়াদও শেষ পর্যন্ত ছিলেন ক্রিজে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান।

ঢাকার অধিনায়ক নাসির হোসেন সংগ্রহ করেন ২ টি উইকেট।

 

এ সম্পর্কিত আরও পড়ুন