এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা, পাইলটকে বরখাস্ত
নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটে এক নারী যাত্রীর গায়ে মাতাল অবস্থায় অন্য এক যাত্রী মলমূত্র ত্যাগ করায় এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় বিমানের পাইলটকে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। ভারতের সিভিল এভিয়েশনের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ওই ঘটনার জন্য বিমান কর্তৃপক্ষ ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।
গেলো বছরের ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার ওই বিমানে শঙ্কর মিশ্র নামের এক যাত্রী নারী যাত্রীর গায়ে মাতাল অবস্থায় মলমূত্র ত্যাগ করে। এ ঘটনার পর তাকে চার মাসের বিমান যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়।
এ ঘটনার পর এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, আমরা আমাদের যাত্রী সেবায় সব সময় সচেতন। তবে কেউ নীতি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিমানে এমন ঘটনা ঘটার পর গেলো ৪ জানুয়ারি সিভিল এভিয়েশনের পরিচালকের কাছে বিচার চেয়ে আবেদন করা হয়।
গেলো ২৭ নভেম্বর শঙ্কর মিশ্র ওই ফ্লাইটে করে ভারতে পৌঁছায়। এরপরই ওই নারী ঘটনার বিচার চেয়ে বিমানটির চেয়ারম্যানের কাছে চিঠি লিখেন।
এয়ার ইন্ডিয়া গেলো ৪ জানুয়ারি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। এতে বলা হয় দুই পক্ষ মিমাংশিত হয়ে গেছে। তবে এ ঘটনার ছয় সপ্তাহ পর অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেপ্তার করে পুলিশ।