আর্কাইভ থেকে বাংলাদেশ

সাবেক মেয়র খোকনের অভিযোগ নিয়ে মন্তব্য করবেন না বর্তমান মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসি) সাবেক মেয়র সাঈদ খোকনের অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের বর্তমান  মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (৩০ জুন) সাংবাদিকদের এ কথা জানান তাপস।

এসময় মেয়র তাপস বলেন, তার এলাকায় সব ওয়ার্ডে খেলার মাঠ, বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন ও জলাবদ্ধতা নিরসন করে নির্বাচনী অঙ্গীকার পূরণ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ জুন) সংবাদ সম্মেলনে  (ডিএসসি) সাবেক মেয়র সাঈদ খোকন অভিযাগ করেন,তার নিজের ও পরিবারের আটটি ব্যাংক হিসাব স্থগিতের (ফ্রিজ) যে আদেশ আদালত দিয়েছেন, তার জন্য বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনা রয়েছে।

খোকনের দাবি, তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এমন কাজ করেছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল সোমবার (২৮ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের ৮টি ব্যাংক হিসাব স্থগিতের (ফ্রিজ) আদেশ দেন আদালত।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাবেক মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্টে আমার এবং আমার পরিবারের সাত কোটি ৬২ লাখ ১৪ হাজার ৬০৩ টাকা রক্ষিত রয়েছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন