আর্কাইভ থেকে অপরাধ

‘ফ্রি ফায়ার গেম’ নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয় শিশু আবির

ফ্রি ফায়ার গেমে আসক্ত তিন কিশোর মোবাইলে গেমের আইডি নিয়ে বিরোধের জের ধরে দু’জন মিলে আবির হোসেনকে (১২) শ্বাসরোধে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ২৬ জুন বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের একটি পাট ক্ষেতে।

হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে নিহতের বন্ধু মিরাজ ও হামিম।

আজ বুধবার (৩০ জুন) দুপুরে গাংনী থানায় সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের বিষয়টি সাংবাদিকদের তুলে ধরেন, মেহেরপুর গাংনী থানার ওসি বজলুর রহমান।

তিনি জানান, ঘটনার দিন হামিম ও মিরাজকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। নিহতের মায়ের দায়ের করা মামলায় ওই দুই কিশোর এখন জেল হাজতে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন