আর্কাইভ থেকে ফুটবল

আরবের বর্ষসেরা ক্রীড়াবিদ আশরাফ হাকিমি

আরবের বর্ষসেরা ক্রীড়াবিদ আশরাফ হাকিমি

আফ্রিকার দেশ মরক্কো ফিফা কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লিখেছিল। আফ্রিকার ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে পা দেয় দলটি। আর মরক্কোর দুর্দান্ত সাফল্যের পিছনে বড় ভূমিকা রাখেন ডিফেন্ডার আশরাফ হাকিমি।

 

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাধে ফরাসি ক্লাব পিএসজিতে খেলা এই তারকা এবার জিতলেন আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার।

হাকিমি তার ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরষ্কার হাতে ছবি পোস্ট করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ড সেরেমনি’-তে হাকিমি তার মাকে নিয়ে উপস্থিত হন।

 

হাকিমির হাতে ট্রফি হস্তান্তরের সময় সৌদি বিনোদন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট তুর্কি আল-শেখ বলেন,  হাকিমি এটার যোগ্য।

মরক্কোর ফুটবল সমর্থকদের ধন্যবাদ দিয়ে হাকিমি বলেন, ‘আসসালামু আলাইকুম, এখানে এসে সত্যিই খুশি আমি। এটি (সৌদি আরব) একটি বিশেষ দেশ। আমি আমার মায়ের সঙ্গে এখানে থাকতে পেরে আমি সত্যিই অনেক খুশি। আমার মা আমাকে সবসময় সমর্থন করে। পিএসজি এবং আমার দেশ মরক্কোকেও পাশে থাকার জন্য ধন্যবাদ। এখানে এসে নিজেকে খুব গর্বিত বোধ করছি।’

 

আরও পড়ুনঃ ক্যান্সার আক্রান্ত ক্রিকেটারকে ১০ লাখ টাকা সাহায্য তামিমের

এবারের বিশ্বকাপে হাকিমিরা নজর কেড়েছে ফুটবল বিশ্বের। সেমিফাইনেল হেরে শেষ হয়েছিল তাদের সেই স্বপ্ন যাত্র। দেশে ফিরে ফুটবলপ্রেমীরা তাদের দিয়েছিলেন বীরের সংবর্ধনা। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মরক্কোর জাতীয় ফুটবল দলের প্রশংসা করে বলেন, "দারুণ, দুর্দান্ত ফুটবল খেলেছে এবং আমাদের অবশ্যই মরক্কোর পারফরম্যান্সের প্রশংসা করতে হবে।"

আরও পড়ুনঃ জাতীয় দলে আসা উচিত ম্যাশের!

এ সম্পর্কিত আরও পড়ুন