আর্কাইভ থেকে ফুটবল

দল জয় পেলেও গোল করতে পারেননি রোনালদো

সৌদি আরবের ক্লাস আল নাসরে বছরের একদম শুরুতেই যোগ দিলেও এতোদিন লিগে অভিষেক হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। দুই ম্যাচের নিষেধাজ্ঞার পর অবশেষে সৌদি প্রো লিগে মাঠে নামার সুযোগ পেলেন পর্তুগিজ সুপারস্টার। রোববার রাতে ক্লাবের জার্সিতে আল নাসরের হয়ে সৌদি লিগে অভিষেক হয়ে গেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। খেলেছেন মারসুল পার্কে আল ইত্তিফানের বিপক্ষে। দর্শক উপস্থিতি ছিল প্রায় ২৩ হাজার। গোল করতে না পারলেও জয় পয়েছে তার দল। পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে ক্লাবটি। কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ইত্তিফাকের মুখোমুখি হয়ে রোনালদোর ক্লাব আল নাসর ম্যাচটি ১-০ গোলে জিতে নেয়। পায়ের কারিকুরি কিছুটা দেখালেও অভিষেক ম্যাচ সেভাবে মাতাতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। এরআগে, একটি ম্যাচ খেলেছেন এবং দুর্দান্ত দুটি গোল করে সবারই নজর কেড়ে নিয়েছেন সিআর সেভেন। সেই ম্যাচটি ছিল মেসি, নেইমার এমবাপেদের পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ। তাও আল হিলাল এবং আল নাসরের যৌথ একাদশের হয়ে। ম্যাচটিতে সৌদির দলটি ৫-৪ ব্যবধানে হারলেও নিজে জোড়া গোল করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ৩৭ বছর বয়সী তারকা।

First game, first win - well done guys 🙌🏻 Thanks to all the fans for incredible support. 💙💛 pic.twitter.com/vmgwE8TgVo

— Cristiano Ronaldo (@Cristiano) January 22, 2023

এ সম্পর্কিত আরও পড়ুন