আর্কাইভ থেকে বিএনপি

সংসদকে একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে: ফখরুল

সংসদকে আওয়ামী লীগের একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পেশাজীবী সংগঠনের আয়োজিত এক  আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সব রাষ্ট্রীয় কাঠামো ধংস করে দিয়ে বাকশাল কায়েম করা হয়েছে।

তিনি আরও বলেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে গোয়েন্দা লাগিয়ে দিয়ে রেখেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন