আর্কাইভ থেকে ক্রিকেট

শোয়েব মালিকের ঝড়ে বড় সংগ্রহ রংপুরের

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ। দিনের প্রথম খেলায় রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। টচ হেরে ব্যাট করতে নেমে শোয়েব মালিকের ৭৫ রানের ঝরো ব্যাটে ১৭৯ রান সংগ্রহ করেছে রংপুর।

মিরপুরে টচ জিতে নুরুল হাসান সোহানকে ব্যাটিং এ পাঠায় চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। এরপর দলীয় ২৬ রানে আউট হয়ে ফেরেন পারভেজ ইমোন। এরপর মোহাম্মদ নাইমকে নিয়ে এগিয়ে যেতে থাকে শোয়েব মালিক।

৩৪ রান করে নাইম আউট হয়ে গেলে ওমরজাইকে সাথে নিয়ে গড়েন ১০৫ রানের জুটি। ২৪ বলে ৪২ রানন করে আউট হয়ে যান ওমরজাইএবং ৪৫ বলে ৭৫ করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। আর রংপুর নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে।

 

চট্টগ্রামের হয়ে রানা ৩ টি ও শুভাগত হোম ২ টি করে উইকেট সংগ্রহ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন