রাস্তায় ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
পঞ্চগড়ে মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন রনজিনা বেগম (৪০) নামে এক নারী ফুটফুটে এক মেয়ে সন্তান প্রসব করে।
তিনি পঞ্চগড় সদর উপজেলার আমতলা এলাকার খতিবর রহমানের স্ত্রী। তার পিতার বাড়ি একই উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে।
রোববার (২২ জানুয়ারি) পঞ্চগড় জেলা ও দায়রা জর্জ আদালতের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের পাশে এ ঘটনাটি ঘটে।
শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শেখ রাসেল স্ক্যানুতে চিকিৎসাধীন রয়েছে। তবে ওই ভারসাম্যহীন নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে তার এক আত্বীয়ের বাড়িতে নেয়া হয়। মা ও নবজাতক শিশু সুস্থ্য রয়েছে।
জানা যায়, ওই নারী অন্তঃসত্ত্বা হওয়ার পর মানসিক ভারসাম্যহীন হওয়ায় স্বামীর বাড়িতে না থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। রোববার দুপুরে হঠাৎ প্রসব ব্যাথা শুরু হলে সড়কের পাশে সন্তান প্রসব করে বসে থাকে সে। ভূমিষ্ঠ শিশুর কান্নায় পাশ দিয়ে যাওয়া পথচারীরা তাকে দেখতে পেয়ে কাছে যায়। এর পর তারা ৯৯৯ -এ বিষয়টি অবগত করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুসহ ভারসাম্যহীন নারীকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়।
পঞ্চগড় জেলা প্রশাসন মো.জহুরুল ইসলাম স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে শিশুসহ ওই নারীর খোজ খবরসহ চিকিৎসার ব্যবস্থা করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান জানান, নবজাতকসহ ওই নারী সুস্থ্য রয়েছে। শিশুটিকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।