জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
বিশ্বকাপের পর বাজে পারফরম্যান্সের কারণে প্রবল সমালোচনার মুখে পড়েছিল রিয়াল। বিলবাওয়ের বিপক্ষে স্প্যনিস সুপার কাপের ম্যাচের আগে সবশেষ চার ম্যাচে পেনাল্টি শুটআউট বাদে তাদের জয় ছিল স্রেফ একটি। লা লীগায় গেল ম্যাচের আগে ম্যাচে ভিয়ারিয়ালের কাছে হেরে গেছিল রিয়েল মাদ্রিদ।
কিন্তু এবার ছন্দে ফিরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সান মামেসে গতোকাল রোববার রাতে বিলবাওয়ের বিপক্ষে লা লীগার ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় তারা।
করিম বেনজেমা চোখধাঁধানো ভলিতে দারুণ এক গোলে প্রথমার্ধে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৯০ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দ্বিতীয় গোলটি টনি ক্রুশ।
বিলবাওয়ের বিপক্ষে লা লীগায় এই নিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত রইল রিয়াল, এর মধ্যে জয় ১১ ম্যাচে এবং বাকি গুলো ড্র।
স্প্যানিস লীগটিতে সবচেয়ে বেশি গোলের তালিকায় আলফ্রেদো দি স্তেফানোর ২২৭ ছাড়িয়ে পাঁচ নম্বরে রাউলের পাশে চলে গেলেন বেনজেমা, দুজনেরই গোল সংখ্যা ২২৮টি করে। রিয়াল মাদ্রিদের হয়ে স্পেনের শীর্ষ লিগে এই দুজনের চেয়ে বেশি গোল আছে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোর ৩১১টি।