ফুটবলে প্রথমবার সাদা কার্ড দেখালেন রেফারি
ফাউল এড়াতে ১৯৭০ সাল থেকে কার্ডের প্রচল শুরু হয়। ফুটবল মাঠে সাধারণত দুই ধরনের কার্ড দেখা যায়। ম্যাচ রেফারিরা খেলার মাঠে হলুদ ও লাল কার্ড দেখিয়ে থাকেন এবং এই কার্ডের উপর নির্ভর করে শাস্তির পরিমাণ।
কিন্তু এবার নতুন একটি কার্ড দেখলো গোটা ফুটবল বিশ্ব। আর সেটি হল সাদা কার্ড। ইতিহাসে প্রথমবারের মতো যার ব্যবহার হয়ে গেল পর্তুগালের মাটিতে। পর্তুগালের বেনফিকা নারী দল ও স্পোর্টিং নারী দলের মধ্যকার ম্যাচে সাদা কার্ড দেখালেন এক রেফারি।
মূলত, ফুটবলে প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে ফিফা। খেলার মূল্যবোধকে বাড়াইতেই সাদা কার্ডের ব্যবহার শুরু করেছে রেফারিরা।
বেনফিকা নারী দল ও স্পোর্টিং নারী দলের মধ্যকার ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়ে একজন ফুটবলার। তাকে তাৎক্ষনিক সেবা দেওয়ার জন্য দুই দলের মেডিক্যাল স্টাফ ছুটে আসেন মাঠে। আর ঠিক তখনই রেফারি দেখালেন সাদা কার্ড।
আরও পড়ুনঃ আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশে জায়গা পেলেন যারা
ম্যাচ চলাকালে একজনের শারীরিক অসুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছিল, তার প্রশংসায় এই সাদা কার্ডের ব্যাবহার।