আর্কাইভ থেকে ফুটবল

মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের সঙ্গে মেসি!

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি রীতিমতোপ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মক্কার গ্রান্ড মসজিদের সাবেক ইমাম শেখ আদেল আল-কালবানির সঙ্গে হাস্যোজ্জ্বল লিওনেল মেসির। শুধু মেসি নয়  পিএসজির আরেক তারকা আশরাফ হাকিমিকেও দেখা গেছে আল-কালবানির সঙ্গে।

 

ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন সৌদি অলস্টারের প্রীতি ম্যাচ খেলতে দিন কয়েক আগে সৌদি আরবে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

আরও পড়ুনঃ আগামীকাল মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

ম্যাচটির পর গ্রান্ড মসজিদের সাবেক ইমাম আল-কাবানির সঙ্গে মেসি ও আশরাফ হাকিমির ছবি এবং ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মূলত, দুই বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা মেসির সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি খোদ সাবেক ইমাম শেখ আদেল আল-কালবানি নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ছবি দুটো টুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘মেসি ও আশরাফ হাকিমি’র সঙ্গে।

আরও পড়ুনঃ ফুটবলে প্রথমবার সাদা কার্ড দেখালেন রেফারি

এ সম্পর্কিত আরও পড়ুন