বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি
বাংলাদেশের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১২ মার্চ বাংলাদেশ আসবে আয়ারল্যান্ড জাতীয় দল। ১৫ মার্চ একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদশের বিরুদ্ধে। এরপর ১৮ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে।
সোমবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২৩ মার্চ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ওয়ানডে শেষে ২৬, ২৮ ও ৩০ মার্চ টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে। টি-২০ সব কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ।
সিরিজের একমাত্র টেস্ট মাঠে গড়াবে আগামী ৪ এপ্রিল। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইরিশদের বিপক্ষে প্রথম টেস্ট। এর আগে আয়ারল্যান্ডের সঙ্গে কোন টেস্ট ম্যাচ খেলেনি টাইগাররা।
আরও পড়ুনঃ মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের সঙ্গে মেসি!